ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈকতে গাঙচিলের ওড়াউড়ি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
সৈকতে গাঙচিলের ওড়াউড়ি 

কক্সবাজার: কক্সবাজার শহরের দরিয়া নগর সমুদ্র সৈকতের বড়ছরা খালের মোহনায় দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে গাঙচিল। এপ্রিলের এই গরমে এমন দৃশ্য সচরাচার দেখা মেলে না। প্রকৃতিপ্রেমীরা মনে করছেন পর্যটকের ভিড় না থাকায় অসময়ে এত সংখ্যক গাঙচিল একসঙ্গে ওড়াউড়ি করছে সৈকতে।

শুক্রবার (১০ এপ্রিল) এ দৃশ্য অনেকের নজর কাড়ে।  

অনেকে বলছেন, মূলত শীতকালেই এ পাখি বেশি দেখা যায়।

তবে সৈকতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পর সমুদ্রে নির্জনতার সুযোগে পাখিগুলো আসতে শুরু করেছে।

সমুদ্রের পানির উপর একঝাঁক গাঙচিলের ওড়াউড়ির দৃশ্য ভিডিও ধারণ করেন প্রকৃতিপ্রেমী আহমদ গিয়াস। শুক্রবার দুপুরে এ ভিডিও তিনি তার ফেসবুক ওয়ালে আপলোড করলে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে।

সৈকতে গাঙচিল

আহমদ গিয়াস বাংলানিউজকে বলেন, এ পাখিটির নাম গাঙচিল। ইংরেজি সি-গাল আর স্থানীয়ভাবে এগুলো গঙ্গা কৈতর নামে পরিচিত।

মূলত শীতকালে এ পাখিগুলোর বিচরণ বেশি চোখে পড়ে। বর্তমানে  সৈকতে নির্জনতার সুযোগে পাখিগুলো দরিয়ানগর সৈকতে চলে আসে। আর স্থানীয়রা প্রাণভরে গাঙচিলের ওড়াউড়ি উপভোগ করছেন।

এর আগে সৈকতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সাগরলতা বাঁধতে থাকে বালিয়াড়ি। সৈকতের কিনারজুড়ে দাপিয়ে বেড়ায় ডলফিন।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।