ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
পটুয়াখালী জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

পটুয়াখালী: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্ট কালের জন্য পটুয়াখালী জেলাকে  লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে এ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মতিউল ইসলাম চৌধুরী।

লকডাউন ঘোষণার জেরে পটুয়াখালী থেকে কেউ অন্য কোনো উপজেলা বা জেলায় যেমন যেতে পারবেন না, তেমনি বাইর থেকে পটুয়াখালী জেলায়ও কেউ ঢুকতে পারবেন না।

সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত পটুয়াখালীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখান থেকে মোট ২৫০টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে, এর মধ্যে এ পর্যন্ত ২টি পজিটিভ এসেছে। এই দু’জনের একজনের মৃত্যু হয়েছে ও একজন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে লকডাউন চলাকালীন সময়ে গণপরিবহন চলাচল ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর টহল, চেকপোস্ট বসিয়ে নিয়মিত নজরদারি জোড়দার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।