ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
রাজৈরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে শত্রুতার জেরে দুই পক্ষের  সংঘর্ষে নির্মল মণ্ডল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্মল উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের যতীন মণ্ডলের ছেলে।

 

জানা গেছে, প্রতিবেশী কার্তিক বাইনদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল নির্মল মণ্ডলের। এর জের ধরে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় নির্মল মণ্ডল গুরুতর আহত হয়। রাতেই তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।