ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে স্প্লাইসার মেশিন ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
মিরপুরে স্প্লাইসার মেশিন ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় লকডাউনের মধ্যে ইন্টারনেট সংযোগ মেরামতের কাজে ব্যবহৃত স্প্লাইসার মেশিন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে মিরপুর উত্তরা ব্যাংক শাখা অফিসে কাজ করার উদ্দেশে ফাইবার জোড়া দেওয়া কাজে ব্যবহৃত স্প্লাইসার মেশিন নিয়ে রিকশায় যাচ্ছিলেন আম্বার আইটির টেকনিশিয়ানরা।

এ সময় দু’টি মোটরসাইকেলে চারজন আরোহী পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশন এলাকা থেকে টেকনিশিয়ানদের মারধর করে স্প্লাইসার মেশিনটি কেড়ে নিয়ে যান।

এ বিষয়ে আম্বার আইটির এজিএম শুভ্র সরকার অভিযোগ করেন, টেকনিশিয়ানরা মিরপুর উত্তরা ব্যাংক শাখা অফিসে কাজ করার উদ্দেশে স্প্লাইসার মেশিন নিয়ে রিকশায় যাচ্ছিলেন। পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশন এলাকার এ ব্লকের ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাসার পাকা রাস্তার সামনে থেকে টেকনিশিয়ানদের মারধর করেন দু’টি মোটরসাইকেলের চারজন আরোহী। পরে তারা স্প্লাইসার মেশিনটি ছিনিয়ে নিয়ে যান। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তিন লাখ টাকা দামের ওই মেশিনটির কোন সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।