তাই আবারও লাঠি হাতে মাঠে নেমেছেন গাংনীর জনপ্রিয় সেই পৌরমেয়র আশরাফুল ইসলাম।
বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে গাংনী উপজেলা শহরের বড় বাজার এলাকায় লাঠি হাতে শহর পাহারা দিতে দেখা যায় তাকে।
বাজারে কি করছেন, কেন এসেছেন এধরনের প্রশ্ন করছেন করেন তিনি। এর আগেও মেয়র আশরাফুল করোনা শুরুর দিকে গাংনী বাজারে জনসমাগম নিয়ন্ত্রণে লাঠি হাতে নেমেছিলেন। সেই সঙ্গে পথচারীদের মধ্যে নিজ উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাবারসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। স্থানীয় পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে জনসমাগম ঠেকাতে এক সঙ্গে কাজ করেছেন তিনি।
মেয়র আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে আমাদের জেলাতেও একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আমরা এখন সবাই করোনা ঝুঁকিতে রয়েছি। অথচ, জনগণ বিষয়টি বুঝতে পেরেও খামখেয়ালিপনা করছেন। আমরা তাদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনে আইনের আওতায় নিয়ে আসবো।
বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আরআইএস/