ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫০ হাজার পরিবারে ইফতার সামগ্রী দিলেন নিজাম হাজারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
৫০ হাজার পরিবারে ইফতার সামগ্রী দিলেন নিজাম হাজারী ৫০ হাজার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নিজাম উদ্দিন হাজারী।

ফেনী: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রেহাই পেতে ও সরকারি নির্দেশনা মেনে যার যার ঘরে থাকা নিশ্চিত করতে আসন্ন রমজান সামনে রেখে নিজ নির্বাচনী এলাকা ফেনী সদর উপজেলা ও পৌরসভা এলাকার ৫০ হাজার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তিনি ইফতার সামগ্রীর প্যাকেটগুলো বিতরণ করেন। এসময় সদর উপজেলার ১২টি ইউনিয়নসহ একটি পৌরসভার ১৮টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসব সামগ্রী স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সভাপতি বা সম্পাদকের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি ছোলা, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি তেল, এক কেজি খেজুর, পাঁচ কেজি আলু, এক কেজি লবণ থাকবে।

নিজাম হাজারী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনাকালীন ফেনী জেলার কেউ যেন অভুক্ত না থাকে এবং আসন্ন রমজানে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের যেন খাবারের কষ্ট না হয় সেজন্য ফেনীর ৫০ হাজার কর্মহীন অসহায় মানুষের পরিবারে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।