ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৫০ টাকার আদা সাড়ে ৪০০ টাকা: জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
২৫০ টাকার আদা সাড়ে ৪০০ টাকা: জরিমানা

বরিশাল: বরিশালে পৃথক অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা ও ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য এ অভিযান চালানো হয়।

এসময় ২৫০ টাকার আদা ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা বিক্রি করায় এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া অপ্রয়োজনীয় দোকান যেমন মোবাইল ফোন ও কাপড়ের দোকান খোলা রাখায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

তাছাড়া বাজার রোড এলাকায় জরিমানা ও সতর্ক করার পরে তৃতীয়বারের মতো সরকারি নির্দেশনা অমান্য করায় প্রিয়াংকা বস্ত্রালয়কে সিলগালা করা হয়।  

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, নগরের সাগরদি বাজার এলাকায় ৮টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া শুক্রবার জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুসারে করার জন্য মসজিদ কর্তৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জেনদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।