ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবসের সব অনুষ্ঠান বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবসের সব অনুষ্ঠান বাতিল

ঢাকা: জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে এ বছর সব প্রকার আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। তবে সীমিত পরিসরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পঞ্চমবারের মতো মঙ্গলবার (২৮ এপ্রিল) উদযাপন করবে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস’।

সোমবার (২৭ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পঞ্চমবারের মতো মঙ্গলবার উদযাপন করবে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস’।

২০২০ সাল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গিকার, শোভন কর্মপরিবেশ হোক সবার’।

অন্য বছর দিবসটি উপলক্ষে মন্ত্রণালয় এবং এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালার আয়োজন করলেও মহামারি করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর সকল প্রকার আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।  

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেবেন। এছাড়া দিবসটি উপলক্ষে কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।  

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০ 
জিসিজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।