বর্তমান করোনা পরিস্থিতিতে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং প্রাদুর্ভাব মোকাবিলায় এ মহৎ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় সংবাদপত্রসেবীদের হাতে মাস্ক বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী এ উদ্যোগ সম্পন্ন করে সংগঠনটি।
এর আগে গত গত ৫ এপ্রিল রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার হাতে মাস্ক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনে নির্বাহী পরিচালক দীপক বড়ুয়া দীপু ও অন্যতম সদস্য খোকন বড়ুয়া জানান, মানবিক সমাজ নির্মাণে ‘উন্নয়ন ফাউন্ডেশন’ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সম্প্রতি মানব সমাজের জন্য সর্বনাশী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ যখন বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে, এ অবস্থায় মারাত্মক এ ছোঁয়াছে রোগ থেকে মানুষকে রক্ষায় সংগঠনটি মাস্ক বিতরণের উদ্যোগ নেয়। তারা মনে করছেন দেশের সংকটময়ে এমন মুহূর্তে এ উদ্যোগ সমাজে কিছুটা হলেও ইতিবাচক অবদান রাখবে।
উল্লেখ্য প্রায় মাসব্যাপী এ উদ্যোগে রামু উপজেলার ঘোনারপাড়া, রাংকূট, রামপাড়া,হাজারীকুল, জাদিপাড়া,উখিয়ারঘোনা, পূর্ব রাজারকুল, মেরংলোয়া, দ্বীপ শ্রীকুল, পূর্ব মেরংলোয়া, শ্রীকুল ও হাইটুপি গ্রামে সচেতনতামূলক আলোচনা ও উঠান বৈঠক করে নারী সমাজকে অত্যধিক সচেতন থাকার পরামর্শের পাশাপাশি ২০০০ (দুই হাজার) মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক দীপক বড়ুয়া দীপু, সদস্য খোকন বড়ুয়া ও সজল কান্তি দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসবি/এএটি