হাট-বাজারের ইজারা আগামী ৩১ মে পর্যন্ত পরিশোধ করা যাবে বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩ এপ্রিল পরিশোধের শেষ সময় ছিল।
পরিপত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা হাট-বাজারের ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা অনুযায়ী হাট-বাজারের ইজারা বাংলা বছরের ভিত্তিতে (বৈশাখ-চৈত্র) এক বছরের জন্য দিতে হবে। কোনো বছরের যাবতীয় ইজারা কার্যক্রম আগের বছরের ২০ চৈত্র অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।
পরিপত্রে আরো বলা হয়েছে, দেশের অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশের অধিকাংশ এলাকা লকডাউন করা হয়েছে। ইতোমধ্যে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বিধায় হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এমআইএইচ/এএ