ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ‌‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
রামুতে ‌‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত ছবি প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার রাবারবাগান এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‌‌‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামু রাবার বাগান এলাকায় ডিবি পুলিশের একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ছিল। এ সময় সন্দেহ হলে একটি মোটরসাইকেলকে থামানোর সিগন্যাল দেওয়া হয়। কিন্তু সিগন্যাল না মেনে উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র এবং একজনের মরদেহ উদ্ধার ও পাচারকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, নিহত খোরশেদ একজন রোহিঙ্গা ইয়াবাকারবারি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামু থানার মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রামু থানায় অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলার পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান ডিবির ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।