এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামু রাবার বাগান এলাকায় ডিবি পুলিশের একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ছিল। এ সময় সন্দেহ হলে একটি মোটরসাইকেলকে থামানোর সিগন্যাল দেওয়া হয়। কিন্তু সিগন্যাল না মেনে উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র এবং একজনের মরদেহ উদ্ধার ও পাচারকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, নিহত খোরশেদ একজন রোহিঙ্গা ইয়াবাকারবারি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামু থানার মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রামু থানায় অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলার পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান ডিবির ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এসবি/এএটি