ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লেবাননে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
লেবাননে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর

ঢাকা: মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে লেবাননে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান সেনাবাহিনীর কমিশনে ১৯৮৬ সালের ২৫ ডিসেম্বর যোগ দেন।

তিনি সেনাবাহিনীর ইন্সট্রাকশনাল অ্যান্ড কমান্ডের স্টাফ হিসেবে বিভিন্ন পদে কাজ করেছেন।  

মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেন।  

বাংলাদেশ সময়:  ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।