ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধ্যরাত থেকে নদীতে নামবে জেলেরা

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
মধ্যরাত থেকে নদীতে নামবে জেলেরা

ভোলা: ইলিশের অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মধ্যরাত থেকে নদীতে নেমে পড়ছেন ভোলার জেলেরা। ইতোমধ্যেই তারা জাল ও নৌকা প্রস্তুত করছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টায় ইলিশের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা ছুটবেন নদীতে। বেকার সময় কাটিয়ে আবার কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা।

তাদের কর্মব্যস্ততা ঘিরে আবারো সরগরম হয়ে উঠতে পারে জেলে পল্লী। তবে করোনা পরিস্থিতির কারণে মাছের বাজার দর বা বেচা-কেনা কেমন হবে তা নিয়েও চিন্তিত জেলেরা।

তবে মৎস্য বিভাগ জানায়, অভয়াশ্রমে মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের পোনা বিচরণ করে এবং ছোট থেকে বড় হয়। মাছ রক্ষা করা সম্ভব হয়ে তাই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তুলাতলী এলাকার জেলে বশির মাঝি বাংলানিউজকে জানান, দুই মাস মাছ ধরার বন্ধ থাকায় আমরা নদীতে মাছ শিকারে যেতে পারিনি। এখন নিষেধাজ্ঞা শেষ, আমরা রাত থেইে নদীতে নেমে পড়বো। তবে ওই দুই মাসে আমাদের অনেক দেনা হয়ে গেছে। মাছ বিক্রি করে ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা রাখছি।

নাছির মাঝি এলাকার জেলে হারুন বলেন, বেকার সময় শেষ, এখন আমাদের কর্মব্যস্ততা শুরু। সবাইকে নিয়ে নদীতে নেমে পড়বো। তবে এ সময়টা নদীতে মাছের আমদানি ভালো হলে আমরা লাভবান হতে পারবো। গত দুই মাসে অনেক দেনা হয়েছে।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মাছের অভিযান আমাদের সফল হয়েছে বলা যায়, আমরা মনে করছি, ইলিশের উৎপাদন যে লক্ষ্যমাত্র ছিলো তা অর্জিত হবে। কারণ, ৮০ ভাগ মাছ রক্ষা হয়েছে। এ বছর জেলায় ইলিশের লক্ষ্যমাত্রা ছিলো এক লাখ ৬০ হাজার মেট্রিক টন।

ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়ার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার মার্চ-এপ্রিল দুই মাছ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিলো।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।