ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মে দিবসে ছাঁটাই-চাকরিচ্যুতি বন্ধের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ১, ২০২০
মে দিবসে ছাঁটাই-চাকরিচ্যুতি বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক ফেডারেশন।

ঢাকা: শ্রমিক ছাঁটাই ও চাকরিচ্যুতি বন্ধ করে কাজ ও মজুরির অধিকার নিশ্চিত এবং সামাজিক বৈষম্যের অবসানই এবারের মে দিবসের আহ্বান, বলছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (১ মে) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বানের কথা জানানো হয়।

জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন মে দিবসের ১৩৪তম বার্ষিকী ও শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট চত্বরে আত্মত্যাগী মে আন্দোলনের সংগঠক, নেতা, কর্মী ও শ্রমিকদের।

বিবৃতিতে নেতারা বলেন, ‘মে দিবস হচ্ছে মানুষের হাতে মানুষ শোষণের বিরুদ্ধে সংগ্রামের রক্তিম স্মারক। শ্রমিকের সেই আন্দোলনে প্রতিষ্ঠিত হয় ৮ ঘণ্টা শ্রম, ৮ ঘণ্টা বিনোদন ও ৮ ঘণ্টা বিশ্রামের সময়সীমা। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে মহান মে দিবস। পৃথিবীতে যতদিন শ্রমজীবী মানুষের অস্তিত্ব থাকবে, শ্রেণি শোষণ থাকবে, ততদিন এ দিনটি মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতীক হিসেবেই পালিত হবে। ’

বিবৃতিতে বলা হয়, ‘এবছর মে দিবস পালন হচ্ছে করোনা ভাইরাস মহামারির অত্যন্ত জটিল ও বিরূপ পরিবেশে। কোভিড-১৯ দেশের শ্রমশক্তির অন্তত সাড়ে পাঁচ কোটি মানুষের জীবনে চরম দুর্দশা বয়ে এনেছে। দীর্ঘদিন কর্মহীন থাকায় তাদের জীবিকার পথ বন্ধ। তাদের ঘরের খাবার ফুরিয়ে গেছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক খাতে চলছে লেঅফ, ছাঁটাই ও মজুরি কর্তন। অনেক কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিক-কর্মচারীদের মজুরি-বেতন পরিশোধ করছে না। এতে শ্রম অধিকার মারাত্মক হুমকির মুখে। শোভন কাজ, মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। ’

নেতারা বলেন, ‘অসংগঠিত খাতের ব্যাপক শ্রমজীবী মানুষ যারা মহামারির কারনে জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাদের পরিবারের জীবন বাঁচাতে খাদ্য ও নগদ আর্থিক সহায়তাসহ তাদের জীবিকার টেকসই সমাধান করা জরুরি, ভবিষ্যতের স্বার্থে রাষ্ট্রকেই এ দায়িত্ব নিতে হবে। পরিপূর্ণ  ও শোভন স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, স্বাস্থ্যখাত বেসরকারিকরণ বন্ধ করা, সবার জন্য নিরাপদ ও বিনামূল্যে প্রতিষেধক পাওয়ার সুযোগ, ছাঁটাই ও চাকরিচ্যুতি বন্ধ, মজুরির অধিকার, স্বাধীন ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সামাজিক বৈষম্য দূর করাই হোক মে দিবসের আহ্বান। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০১, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।