ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘টাকা-মানিব্যাগ ব্যবহারের পর ভালো করে হাত ধুতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ২, ২০২০
‘টাকা-মানিব্যাগ ব্যবহারের পর ভালো করে হাত ধুতে হবে’

মৌলভীবাজার: করোনা ভাইরাস সংক্রমণের এ দুঃসময়ে আমাদের পকেটের টাকাটাও হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কখনো হাতে টাকা স্পর্শ করে বেখেয়ালে মুখে লাগলেই ঘটে যেতে পারে মহাবিপদ। নিজের অজান্তেই নামটি জড়িয়ে পড়তে পারে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের তালিকায়।

কিন্তু টাকার ব্যবহার ছাড়া তো আমাদের উপায়ও নেই। লকডাউনের মধ্যেও অতি জরুরি ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় কোনো কিছু কিনতে হলেই টাকার ব্যবহার আমাদের করতেই হচ্ছে।

তাহলে উপায়?

এ টাকা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিশেষ পদ্ধতি ও নিরাপত্তার কৌশল। এ বিশেষ পদ্ধতি ও নিরাপত্তার কৌশলের সফল ব্যবহার করলেই আমরা রক্ষা পেতে পারি করোনা সংক্রমণের হাত থেকে।  

শনিবার (২ মে) মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ও জেলার করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তউহীদ আহমদ বাংলানিউজকে এ কথা বলেছেন।

তিনি বলেন, টাকার উপরে করোনা আক্রান্ত ব্যক্তি যদি হাঁচিকাশি দেয় তাহলেই বিপদ। এ সংক্রমণটা মূলত ছড়ায় হাঁচিকাশি ও স্পর্শ থেকে। সাধারণ মানুষতো অনেক ক্ষেত্রে টাকা গুণার সময় হাঁচিকাশি দেয়। আবার কারো কারো বদ অভ্যাস আছে টাকা গুণার সময় তার মুখের লালা দিয়ে গুণতে থাকে। এগুলোই আতঙ্কের বিষয়।

টাকা হলো খুব কমন একটা জিনিস যেটা প্রতিনিয়তই মানুষের ছোঁয়া লাগছে। আপনি সবজি কিনতে গেছেন, তিনি হয়তো সেই টাকাটা মাছওয়ালা থেকে নিয়েছেন। মাছওয়ালা হয়তো সে টাকাটা নিয়েছেন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে। এভাবে টাকা বিরতিহীনভাবে হাত ঘুরছে। এরমধ্যে যদি কেউ করোনা আক্রান্ত রোগী থাকেন তাহলেই কিন্তু ওটা খুব সহজেই ছড়িয়ে যেতে পারে বলে জানান মৌলভীবাজার সিভিল সার্জন।

সতর্কতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বাঁচার উপায় হলো- টাকা গুনার পর নিজের মুখে হাত না দিয়ে যত দ্রুত সম্ভব হাত সাবান বা হ্যান্ডসেনিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। টাকা পরিষ্কার করে লাভ নেই। আমাদের হাত ভালো করে পরিষ্কার করার মাধ্যমেই রয়েছে আমাদের বাঁচার পথ।

‘আমরা সারাদিনে টাকা হয়তো দুই থেকে তিন বার ধরবো বা ক্ষেত্র বিশেষে তার বেশিও হতে পারে। কিন্তু টাকা স্পর্শ করার পরই ভালোভাবে হাত ধুতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং এটি সব সময়ই আমাদের মনে রাখতে হবে। ’

মানিব্যাগে টাকা থাকলে তেমন সমস্যা হবার কথা নয়। তবে যতবারই টাকা ধরবেন, মানিব্যাগ ধরবেন ততবারই হাত ভালো করে ধুতে হবে এটাই সমাধান বলে জানান সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ০২, ২০২০
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।