ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় প্রবেশে শ্রমিকদের আইডি কার্ড দেখাতে হবে: ডিআইএফই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ২, ২০২০
ঢাকায় প্রবেশে শ্রমিকদের আইডি কার্ড দেখাতে হবে: ডিআইএফই

ঢাকা: ঢাকায় প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের ফ্যাক্টরির আইডি কার্ড প্রদর্শনের নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।

শনিবার (০২ মে) অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়।

নির্দেশনা পত্রে বলা হয়, কোনো শ্রমিককে কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে ফ্যাক্টরির আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে।

অন্যথায় ঢাকার প্রবেশপথে, ঘাট ও স্থানসমূহে তাদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, ঢাকার বাইরে অথবা দূরদুরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আগমনে মালিকপক্ষ কর্তৃক নিরুৎসাহিত করা হয়েছে। এমন তথ্য উল্লেখ করে নির্দেশনাটিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০২, ২০২০ 
জিসিজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।