শনিবার (২ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে আব্দুর রহিম হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।
নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, অসত্য তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ০৩, ২০২০
এমএস/এএটি