ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে রেশন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ৫, ২০২০
বরিশালে রেশন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ

বরিশাল: বরিশালে সদ্য বিতরণ করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) ১০ টাকা কেজি চাল দেওয়ার রেশন কার্ড তৈরিতে দলীয়করণের অভিযোগ তুলে, তা তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ৩৫টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‌‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি হতদরিদ্র মানুষদের তালিকা করে দলমত নির্বিশেষে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন কার্ড বরাদ্দের দাবি জানায় প্ল্যাটফর্মটি।

স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব গৌতম, লাল সবুজ সোসাইটি বরিশাল জেলা শাখার সদস্য জায়েদ ইরফান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য ইমন প্রমুখ উপস্থিতি ছিলেন।

করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, ১০ টাকা দরে ওএমএসের চালের রেশন কার্ড এরই মধ্যে বিতরণ করা হয়েছে। তবে বেশিরভাগ এলাকায় হতদরিদ্র মানুষদের না দিয়ে দলীয় বিবেচনায় এ কার্ড বিতরণ হচ্ছে বলে এর প্রতিকারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

একই দাবিতে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেয় সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।