ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদরের ৬০০ কৃষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৭, ২০২০
সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদরের ৬০০ কৃষক

বরিশাল: বিনামূল্যে ৬ ধরনের সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের নিম্ন আয়ের ছয়শ’ কৃষক।

বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১১টায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ওই ইউনিয়নের প্রায় ৭০ জন কৃষককে ৬ ধরনের সবজির বীজ দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও বিনামূল্যে সবজির বীজ বিতরণ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু।  

বিশেষ অতিথি ছিলেন দুই ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও রেহানা বেগম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ।

কৃষি বিভাগ জানায়, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সারা দেশের নিম্ন আয়ের কৃষকদের সবজি বীজ প্রণোদনা দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে নিম্ন আয়ের ছয়শ’ কৃষককে বিনামূল্যে সবজি বীজ দেওয়া হচ্ছে।  

এর মধ্যে রয়েছে লাউ বীজ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, শসা, চিচিঙ্গা, ও চাল কুমড়ার বীজ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।