ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অনলাইনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন আইজিসিসির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ৮, ২০২০
অনলাইনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন আইজিসিসির

ঢাকা: এবার করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতির মধ্যে পড়েছে রবীন্দ্রজয়ন্তী। তাই অনলাইনেই এই দিনটিকে উদযাপন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।

শুক্রবার (০৮ মে) বিকেলে সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে ‘ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ট্যাগোর থ্রো সংস অ্যান্ড পয়েমস’ শীর্ষক এই আয়োজন তুলে ধরা হয় সবার জন্য। রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্রনাথের কবিতা দিয়ে সাজানো হয় পুরো আয়োজন।

প্রথমেই সংগীত পর্বে রবীন্দ্রসংগীত ‘হৃদয়ে তোমার দয়া যেন পাই’ পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। লাইসা আহমদ লিসা পরিবেশন করেন ‘ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে’। শামা রহমান পরিবেশন করেন ‘সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা’। আর রবীন্দ্রনাথের ‘প্রভু তোমা লাগি আঁখি জাগে. দেখা নাই পাই’ গানটি পরিবেশন করেন শিল্পী লিলি ইসলাম।

কবিতা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন বাচিক শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়। ‘আফ্রিকা’ কবিতাটি আবৃত্তি করেন শিল্পী শাহাদাত হোসেন নিপু। সবশেষে খেয়া কাব্যগ্রন্থের ‘কৃপণ’ কবিতাটি আবৃত্তি করেন শিল্পী সামিউল ইসলাম পুলক।

বাঙালির অস্তিত্বের প্রতিটি মুহূর্তে ও উপলব্ধিতে রবীন্দ্রনাথ চির জাগরূক। তার কথা, সুর, ছন্দ সকল বাঙালির জীবন রাঙায়। সব প্রতিকূলতা জয় করে সত্যের লাগি, সুন্দরের জন্য বাঁচতে শেখায়। রবীন্দ্রজয়ন্তীতে যেন এমনই প্রণতি জানানো হয় আইজিসিসির এই আয়োজনে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ০৮, ২০২০
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।