ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টমেটোর পিকআপ ভ্যানে ফেনসিডিল, চালক-সহকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ৯, ২০২০
টমেটোর পিকআপ ভ্যানে ফেনসিডিল, চালক-সহকারী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে টমেটো বোঝাই পিকআপ ভ্যান থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে। 

শনিবার (০৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা এম এম এইচ ইমরান।  

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর চরার হাস এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানের চালক সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই উপজেলার আমবাগান এলাকার আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান বলেন, দিনাজপুর থেকে ফেনসিডিলের একটি চালান ঢাকায় পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৮ মে) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী টমেটো বোঝাই ওই পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ এর চালক ও সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘন্টা, মে ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।