ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সেই বৃদ্ধার খবর নিলেন জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ৯, ২০২০
পঞ্চগড়ে সেই বৃদ্ধার খবর নিলেন জেলা প্রশাসক

পঞ্চগড়: সন্তানদের কাছে ঠাঁই না পাওয়া সেই বৃদ্ধা (৯৫) ইশারন নেছার খোঁজ খবর নিলেন পঞ্চগড় জেলা প্রশাসন।

শনিবার (০৯ মে) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখুর তলা গ্রামের বৃদ্ধার তৃতীয় মেয়ে আজিমা খাতুনের বাসায় গিয়ে তার অবস্থার খবর নেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।

এ সময় তিনি বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহারসামগ্রী হিসেবে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার ও একটি স্থায়ী ঘরের জন্য ২ বান টিন, নগদ ২০ হাজার টাকা দেন।

 

পাশাপাশি তিনি ওই বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বৃদ্ধার আঘাত পাওয়া বাম পায়ের উন্নত চিকিৎসারও আশ্বাস দেন।  

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী প্রমুখ।

জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে জানান, যদি ওই বৃদ্ধার খাবার শেষ হয়ে যায় তাহলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আরো খাদ্যসামগ্রী পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। তার সন্তানেরা যেন বৃদ্ধার দেখাশোনা করেন সেজন্য তাদের বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘন্টা, মে ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।