করোনা প্রাদুর্ভাবের সময় ওএমএস কার্ডের তালিকা নিয়ে এমন ঘোর অভিযোগ উঠেছে। এক ব্যক্তির নামে দুইবার ওএমএস কার্ড ও মৃত ব্যক্তির নামে একই কার্ড দেওয়ার অভিযোগে রোববার (১০) পৌরসভার দুই কাউন্সিলরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত দুই কাউন্সিলর হলেন- তানোর মুন্ডুমালা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আমির হোসেন আমিন ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান।
পৌরসভার মেয়র গোলাম রাব্বানী স্বাক্ষরিত স্বারক নম্বর ২০২০/১০৯ এবং ২০২০/১১০ এ শোকজ নোটিশ দেওয়া হয়। রোববার তাদের দুইজনের হাতে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের মানুরুদ্দীনের ছেলে আমজাদ হোসেন মারা যান প্রায় ১১ মাস আগে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় রয়েছে তার নাম! যার কার্ড নম্বর ৪৯৮।
স্থানীয় পরিবেশক (ডিলার) দেবানন্দ বর্মনের কাছ থেকে গত এপ্রিল ও মে মাসে ওই কার্ড দিয়ে ১০ টাকা কেজি দরের চাল কেনা হয়েছে। এই তালিকায় তার দুই ছেলের নামও রয়েছে।
যদিও বিষয়টি অস্বীকার করেছেন- তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর আমির হোসেন আমিন। তিনি বলেন ‘আমজাদ মারা গেছেন প্রায় ১১ মাস আগে। তার নামে কিভাবে কার্ড হয়েছে, সেই কার্ড দিয়ে কারা চাল তুলছে, তা আমি জানি না। এই কার্ড তৈরিতে সমন্বয়হীনতা রয়েছে। এ জন্যই এমনটি হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ১০, ২০২০
এসএস/এনটি