ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌগাছায় চোখ উপড়ে স্কুলছাত্রকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১১, ২০২০
চৌগাছায় চোখ উপড়ে স্কুলছাত্রকে হত্যা

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া সাকিব হোসেন (১২) এক ছাত্রকে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) সকালে উপজেলার স্বরূপপুর গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

নিহত সাকিবের নানী ফাতেমা বেগমের বরাত দিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এসএম এনামুল হক বাংলানিউজকে বলেন, রোববার (১০ মে) মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সাকিবের সন্ধান পাননি পরিবারের সদস্যরা। সোমবার ভোরে থেকে আবারও সাকিবের নানী ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, নিহত শিশুর ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে। এ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ১১, ২০২০
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।