ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে রহস্যজনকভাবে বৃদ্ধা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২০
নড়াইলে রহস্যজনকভাবে বৃদ্ধা খুন

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জেরে ৬০ বছরের বৃদ্ধা রহিমা বেগম খুন হয়েছেন। তবে বিবদমান দুপক্ষের মধ্যে কাদের হাতে তিনি খুন হন, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত রহিমা ওই গ্রামের আলী আকবর মোল্লার স্ত্রী।

খবর পেয়ে বুধবার (১৩ মে) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে এনেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুপক্ষের বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতা ইউপি সদস্য আবু মুসা উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান পক্ষের। অন্যপক্ষে নেতৃত্ব দিচ্ছেন ছায়মানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুলবুল আহমেদ। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন পক্ষের। নিহত নারী বুলবুল পক্ষের।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধার পরিবারের লোকজন হত্যাকাণ্ডের বিষয়ে একেক সময়ে একেক কথা বলছেন। এটি সন্দেহজনক। ওই নারীকে এভাবে খুন করা হলো, অথচ বাড়ির পুরুষ সদস্যরা অক্ষত আছেন। নারীর মরদেহ সেখানেই পড়ে আছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, অথচ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেননি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডটি দুপক্ষের আধিপত্য বিস্তারের জেরে ঘটেছে। তবে হত্যাকারী কারা এ নিয়ে রহস্য আছে। আশা করছি, দ্রুতই এর রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।