বৃহস্পতিবার (১৪ মে) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলায় সন্তোষপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসলাম মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় সন্তোষপুর গ্রামে বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে প্রথমে মনির মল্লিকের প্রতিবেশী আব্দুর রব মল্লিকের পাকের ঘরে আগুন লাগে।
কে বা কারা আগুন লাগিয়েছে তা কেউ বলতে পারেননি। তবে গত তিন মাস যাবত দু’একদিন পর পর ওই এলাকার কারো পাকের ঘরে, কারো বসতঘরে, কারো গোয়ালঘরে, কারো লাকড়ির পারায় আগুন লাগার ঘটনা ঘটে আসছে বলে জানান এলাকাবাসী। কিন্তু এ পর্যন্ত কাউকেই চিহ্নিত করা করা যায়নি।
ক্ষতিগ্রস্ত মনির কান্না জড়িত কণ্ঠে বাংলানিউজকে বলেন, চারটি গরুই ছিল আমার বাচার একমাত্র অবল্বন। তিনটি গাভীর পেটে বাচ্চা ছিল। এলাকায় আমার সঙ্গে কারও শত্রুতা নেই। আমি কোনো দলবল করিনা। কে আমার এমন সর্বনাশ করলো আমি বলতে পারছি না। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
সন্তোষপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসলাম মিয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত কারও প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৪, ২০২০
এসআরএস