ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় আধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে আইজিপির শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ১৫, ২০২০
জাতীয় আধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে আইজিপির শোক

ঢাকা: দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার (১৫ মে) এক শোকবার্তায় আইজিপি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ড. আনিসুজ্জামান ছিলেন প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত একজন আধুনিক মানুষ।

বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে তার রয়েছে অনন্য অবদান।

আমাদের কাছে তিনি ছিলেন বাতিঘরের মতো। এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ১৫, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।