ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ১৭, ২০২০
জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান

ঢাকা: সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমানকে জেনেভার জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমানকে জেনেভার জাতিসংঘে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিএস ফরেন সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এর আগে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুস্তাফিজুর রহমান প্যারিস, নিউইয়র্ক, কলকাতা ও জেনেভার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৭, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।