ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

এবার ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে জাদুঘর দিবস

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, মে ১৭, ২০২০
এবার ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে জাদুঘর দিবস

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে আগামী সোমবার (১৮ মে) ডিজিটাল পদ্ধতিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২০ উদযাপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ডিজিটাল কর্মসূচির মধ্যে থাকছে জাদুঘরের ওয়েবসাইটে দু’টি বিশেষ ই-ক্রোড়পত্র প্রকাশ।

এর মধ্যে একটি ই-ক্রোড়পত্রে থাকছে জন্মশতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের স্মারক হিসেবে জাতীয় জাদুঘরে সংগৃহীত জাতির জনকের স্মৃতি নিদর্শনের আলোকচিত্র।

অন্য ই-ক্রোড়পত্রে থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও মহাপরিচালকের শুভেচ্ছা বাণী এবং জাদুঘরের মহাপরিচালকের লেখা জাদুঘর বিষয়ক প্রবন্ধ।

জাদুঘরগুলোর আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম’ দিবসটি উদযাপন উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে ‘সাম্যের জন্য জাদুঘর: বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’।

আগ্রহী নাগরিকরা ঘরে বসেই দু’টি বিশেষ ই-ক্রোড়পত্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চ্যুয়াল গ্যালারি পরিদর্শন করে নিজেকে জাদুঘরের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারবেন।

প্রতিবছর দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বিষয়ভিত্তিক সেমিনার এবং বিশেষ প্রদর্শনী আয়োজন করে থাকে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৭, ২০২০
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।