রাজশাহী: করোনাজয়ী এক পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীকে অভ্যর্থনা দিলেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে ছুটি পাওয়ার পর বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নিজ কার্যালয়ের প্রবেশ মুখে তাদের ফুল দিয়ে স্বাগত জানান এসপি।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ। কিছুদিন আগে রাজশাহী জেলা পুলিশের তানোর থানার একজন পুলিশ সদস্য ও একজন সরকারি পরিচ্ছন্নতাকর্মী করোনা পজিটিভ শনাক্ত হন।
পরবর্তীতে পুনরায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে নেগেটিভ আসে এবং তাদের বৃহস্পতিবার সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর পুলিশ সুপার কার্যালয়ে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এ সময় অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। করোনা প্রতিরোধ বাংলাদেশ পুলিশ যুদ্ধে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাবে বলে জানানো হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, ছুটি শেষে করোনাজয়ী পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতা কর্মী শিগগিরই কর্মক্ষেত্রে ফিরবেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২১, ২০২০
এসএস/জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।