ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের বিপণিবিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ২২, ২০২০
না’গঞ্জের বিপণিবিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা নারায়ণগঞ্জের বিপণিবিতানগুলোতে চলছে ঈদের আগে শেষ মুহূর্তের বেচাকেনা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিপণিবিতানগুলোতে চলছে ঈদের আগে শেষ মুহূর্তের বেচাকেনা। প্রায় প্রতিটি বিপণিবিতানেই রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

শুক্রবার (২২ মে) দুপুরে শহরের চাষাঢ়া, ডিআইটি, কালিরবাজার ও ২ নম্বর রেলগেট এলাকার বিভিন্ন বিপণিবিতান ঘুরে এমন দৃশ্য দেখা যায়। প্রতিটি দোকানেই স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই ক্রেতা-বিক্রেতাদের ঈদের পোশাক কেনাবেচা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশের মুখে মাস্ক বা গ্লাভস নেই। স্বাস্থ্যবিধি মানছেন না তারা। বিক্রেতারা সকাল থেকেই দোকানে একের পর এক ক্রেতাকে পণ্য দেখাতে ব্যস্ত। অপরদিকে ক্রেতারাও কে কার আগে কেনাকাটা করবেন সে প্রতিযোগিতায় শারীরিক দূরত্ব বজায় রাখতেও ভুলে যাচ্ছেন। ক্রেতাদের ৯০ ভাগই নারী।

শহরের মার্ক টাওয়ারের দোকানি আফসার বলেন, ‘সকাল থেকেই দম ফেলার সময় নেই। অনেক ক্রেতা আসছেন কেনাকাটা করছেন। এবার ঈদের শেষদিকে বেচাকেনা ভালো হচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো মার্কেটগুলো কিছুটা লাভের মুখ দেখবে। ’

ক্রেতা ডলি সুলতানা বলেন, ‘ঈদে কিছু জামাকাপড় কেনা বাকি ছিল সেগুলোই কিনতে এসেছিলাম। তবে আজ অনেক ভিড়। মাস্ক পরে থাকতে থাকতে অতিরিক্ত গরম অনুভূত হওয়ায় খুলে ফেলেছি। ’ 

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ২২, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।