ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২৫, ২০২০
শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মো. ডালিম শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার (২৫ মে) বিকেলে শিবচরের বন্দরখোলা এলাকার দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।  

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মাসেতু দেখে বাড়ি ফিরছিলেন ডালিমসহ আরো দুই যুবক।

পথে নিয়ন্ত্রণ হারালে বন্দোরখোলা এলাকার দৌলতপুরে হাইওয়ে সড়কের রেলিং এর সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলেই ডালিমের মৃত্যু হয়। আহত দুই আরোহীকে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, বিকেলে দুর্ঘটনাটি ঘটে। চালক ঘটনাস্থলেই মারা গেছে। নিহতদের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।