ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি এবাদুল করিম করোনা আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমপি এবাদুল করিম করোনা আক্রান্ত

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম। বর্তমানে তিনি গুলশানের বাসায় আইসোলেশনে আছেন।

বুধবার (২৭ মে) বিকন ফার্মাসিউটিক্যালসের ভাইস প্রেসিডেন্ট (এইচআর, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) আনিসুর রহমান খান গিয়াস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের দুই দিন আগে এবাদুল করিমের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

তবে এখন তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন। শারীরিক ও মানসিকভাবে তিনি ভালো আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। এদিকে, বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি বিকন ফার্মা। ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যানসারের ৬৫টি ওষুধ উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।