ঢাকা: গণপরিবহন খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের পূর্ণনিরাপত্তা সামগ্রি সরবারহসহ ছয় দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সোমবার (১ জুন) এক বিবৃতিতে তিনি এ দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে-পরিবহন শ্রমিকদের ডিউটিকালে প্রতিটি শ্রমিকের পূর্ণনিরাপত্তা সামগ্রি সরবারহ করা, কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে সরকারকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, করোনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার ক্ষতিপূরণ ঘোষণা।
প্রতিটি টার্মিনালের প্রবেশ পথে জীবাণুনাশোক বক্স স্থাপন, টার্মিনালে যাত্রী ও শ্রমিকদের উপযুক্ত নিরাপত্তা বিধান এবং পরিবহন শ্রমিকদের ১০ টাকা দরে চাল সরবরাহের ব্যবস্থা করা।
অবিলম্বে এ দাবি মেনে নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে জোর দাবি জানান শিমুল বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএইচ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।