শৃঙ্খলা-১ শাখার উপসচিব ডা. মো. নুরুল হককে (মোবাইল-০১৭১৭১৩৬৮৬১) টিম লিডার করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে বুধবার (০৩ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
টিমের কার্যপরিধিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে উক্ত টিম তার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন।
আক্রান্তদের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে যুগ্মসচিব (প্রশাসন) এর নিকট দাখিল করতে বলা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব (সওব্য-১২ শাখা) মোহাম্মদ আশরাফ উদ্দিন (মোবাইল-০১৮১৫০৯৪৪১২), প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন-৩ শাখা) মো. খোকন মিয়া (মোবাইল-০১৭১২৪৯৪৭১৮) এবং অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) মো. আব্বাস উদ্দিন ও অফিস সহায়ক মো. বেলাল হোসেনকে টিমে রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে এর আগে ২৯ মার্চ একটি সেল গঠন করে, সেই সেল বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে করোনা সংক্রান্ত তথ্য আদান প্রদানের দায়িত্ব পালন করছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জনপ্রশাসনের অধীন প্রায় ৮০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে তিন জনের।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এমআইএইচ/এইচএডি