ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর তহবিলে আইডিএলসির ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুন ৫, ২০২০
প্রধানমন্ত্রীর তহবিলে আইডিএলসির ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান

করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২ কোটি ৪০ লাখ টাকার একটি চেক অনুদান স্বরূপ প্রদান করেছে।

উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও আরিফ খান। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক গ্রহন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ প্রসঙ্গে আরিফ খান বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করোনাকালীন এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। আইডিএলসি সব সময় দেশের সংকটকালে জনমানুষের কল্যাণে ভূমিকা পালন করে থাকে।

এ ছাড়াও ইতোমধ্যে করোনা মোকাবিলায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দেশব্যাপি প্রায় ৮,০০০ পরিবারের মাঝে ৫টি শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করেছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।