ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তালায় গাছে গাছে মাটির ভাঁড় টাঙিয়ে পাখির অভয়াশ্রম উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ৫, ২০২০
তালায় গাছে গাছে মাটির ভাঁড় টাঙিয়ে পাখির অভয়াশ্রম উদ্বোধন 

সাতক্ষীরা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে গাছে গাছে টাঙানো হলো মাটির ভাঁড়। 

শুক্রবার (৫ জুন) উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল জব্বার, তালা ব্লাড ব্যাংকের এডমিন অসিম রায়, সৌমেন মজুমদার, এসএম নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মডারেটর মঈনুল ইসলাম, কামরুল ইসলাম মাহিন, অমিত বিশ্বাস, জুবায়ের ইসলাম, স্বেচ্ছাসেবক জয়স্ত শীল মিন্টু, সৌমিক, শামীম,  রাজা, তানভীর, নাজমুল, সবুজ, মো. আব্দুল্লাহ প্রমুখ।  

এ সময় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে মাটির ভাঁড় টাঙিয়ে ৭১টি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।  

তালা ব্লাড ব্যাংকের এডমিন এসএম নাহিদ হাসান জানান, ২০২০ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল প্রকৃতির জন্য সময়। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মানুষ যেমন ঘরবাড়ি হারিয়েছে, ঠিক তেমনি ঘরবাড়ি হারিয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখিরাও। তাই পাখিদের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তালা ব্লাড ব্যাংক।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।