ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ৬, ২০২০
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ জাহেদুল ইসলাম দুলাল (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত আড়াইটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুলাল বরগুনার সদর থানার বদরখালী এলাকার সাদেম আলী বেপারির ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধামরাই থানায় ৩০২/২০১/৩৪ ধারায় ১৭(১২)১৮ নম্বর মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন দুলাল। এক পর্যায়ে রাত দেড়টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ছিল ৩১৯৬/১৯।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাসুদ রানা কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, কারাগারের ভেতর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে দুলাল। পরে রাত আড়াইটার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ০৬, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।