সোমবার (৮ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৪৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকলেও সোমবারের বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হয়েছিল। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে মন্ত্রিসভার বৈঠকেও সবসদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।
২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস পালনের প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। এরপরেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে কাজ করছে। স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তার দিক-নির্দেশনায় ১৯৭৪ সালে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। দীর্ঘদিন পর ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের জন্য বড় অর্জন। এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সরকার বিবিএসকে কতোটা গুরুত্ব দিচ্ছে। এটা কেবিনেট সভায় উপস্থাপনের জন্য সচিব (সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী) স্যারকে ধন্যবাদ জানায়। ’
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এমআইএস/ওএইচ/