জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (০৯ জুন) তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে। পদোন্নতি দিয়ে তাকে পরিকল্পনা বিভাগেই পদায়ন করা হয়।
জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান।
বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা ১৩ জন।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে মাস্ককাণ্ডসহ বিভিন্ন কারণে আলোচিত মো. আসাদুল ইসলামকে গত ০৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এমআইএইচ/টিএ