ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুতাং নদে ডুবে মাছ শিকারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ৯, ২০২০
সুতাং নদে ডুবে মাছ শিকারীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সুতাং নদের পানিতে ডুবে আকল মিয়া (৪০) নামে এক মাছ শিকারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। উপজেলার শানখলা ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে তিনি।

 

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে মাছ ধরতে সুতাং নদে যান আকল মিয়া। আঙুলে দড়ি বেঁধে জাকি জাল ফেলেন ভরা নদীতে। পানির নীচে জালে প্যাঁচ লাগলে তা ছাড়ানোর জন্য ডুব দেন তিনি। ডুব দেওয়ার পর নিজেও জালের প্যাচে আটকে পড়েন। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর দিলে ডুবুরি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর জালের সঙ্গে আটকের যাওয়া মরদেহটি উদ্ধার করে।

শানখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার বাংলানিউজকে জানান, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান আকল মিয়ার ১ম স্ত্রী ও এক সন্তান। পরে তিনি ২য় বিয়ে করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।