ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রেনের চাকায় নিহত মা, কোলের সন্তান আহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২০
ট্রেনের চাকায় নিহত মা, কোলের সন্তান আহত প্রতিবেশী এক নারীর কোলে আহত শিশুটি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: অসাধানতাবশত রেললাইন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের চাকায় প্রাণ হারিয়েছেন এক নারী। এ সময় ওই নারীর কোলের সন্তানটিরও পায়ের একটি অংশ কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। পরে আহত শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মে) দুপুরে শ্রীমঙ্গল রেলস্টেশনে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বাংলানিউজকে বলেন, অসাধানতাবশত বাচ্চা কোলে নিয়ে রেললাইন অতিক্রমের সময় পাহাড়িকা ট্রেনে একজন নারী কাটা পড়ে মারা গেছেন এবং তার ৩ বছরের সন্তান আহত হয়েছে।

আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এরপরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সবশেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহত নারীর নাম উজ্জ্বলা রানি দাস। তার বয়স ৩০-২২ হবে। তার বাবার নাম রাজচন্দ্র দাস। কিন্তু স্বামীর নাম ও ঠিকানা পাওয়া যায়নি। তবে নিহতের ঠিকানা শনাক্তকারণে আমাদের অনুসন্ধান চলছে। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ০৯, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।