ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সদস্যদের করোনা পরীক্ষার উদ্যোগ নিলো আরইউজে  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ৯, ২০২০
সদস্যদের করোনা পরীক্ষার উদ্যোগ নিলো আরইউজে   আরইউজে

রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্যদের জন্য করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) থেকে পর্যায়ক্রমে সব সদস্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন।

আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক মঙ্গলবার (০৯) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতা ও বিষয়টি তদারকি করছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একদিনে সবার পরীক্ষা করানোর সুযোগ পাওয়া সম্ভব নয়, এ কারণে সাংবাদিক ইউনিয়নের হয়ে প্রক্রিয়াটি সমন্বয় করবেন সহ-সভাপতি শরীফ সুমন।

প্রতিদিন সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের তৃতীয় তলায় নমুনা সংগ্রহ করা হবে। যারা নমুনা দিতে যাবেন, তাদের আগের দিন শরীফ সুমনকে ম্যাসেজ বা ফোন করে জানিয়ে দেবেন।

আরইউজের পক্ষ থেকে তার সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ জানিয়েছেন, যারা রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য নন, কিন্তু মাঠের সাংবাদিকতায় অগ্রগামী, সম্মুখযোদ্ধা, তারাও করোনা পরীক্ষার জন্য যোগাযোগ করতে পারবেন।

সবাইকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে আরইউজে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।