ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুন ১২, ২০২০
বীরগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বিনয় কৃষ্ণ রায় (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

শুক্রবার (১২ জুন) বিকেলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

বিনয় কৃষ্ণ রায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার কামেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে।

তিনি পঞ্চগড়ের  আটোয়ারী উপজেলার বলরামপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন বলে জানা গেছে।  

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার আত্মীয়ের বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বিনয় কৃষ্ণ রায়। পথে বীরগঞ্জের ছোট বটতলী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় অপমৃত্যু (ইউপি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।