শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১১টার দিকে নিজস্ব ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন।
ফেসবুকে স্ট্যাটাসে ডা. ফেরদৌস খন্দকার লেখেন, আমি ভালো আছি।
তিনি আরও লেখেন, বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা আমি পেয়েছি। এক জীবনে এর চেয়ে বেশি কিছু একজন মানুষের পাওয়ার থাকে না। উপরে মহান আল্লাহ রয়েছেন, তিনি মহান। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আমার পূর্ণ আস্থা সবসময়ই ছিল, আছে, থাকবে। তিনিই আমাদের আশার বাতিঘর। প্রিয় নেত্রী তার সামান্য কর্মী হিসেবে আমার ব্যাপারে নিশ্চয়ই ভালো কোন সিদ্ধান্তই নেবেন। নিশ্চয়ই আমি সম্মানের সঙ্গে কোয়ারেন্টিন প্রক্রিয়া শেষ করবো।
ডা. ফেরদৌস লেখেন, একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সরকারের নিয়ম নীতি মেনেই, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমি কোয়ারেন্টিন প্রক্রিয়া শেষ করতে চাই। এ বিষয়ক অন্য কোন ধরণের প্রক্রিয়া বা উদ্যোগের সঙ্গে আমি যুক্ত নই। বিশেষ করে আমি জানতে পেরেছি, একটি রিট হয়েছে। এই উদ্যোগটির সঙ্গে আমার কোন সংযুক্তি নেই। নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিন শেষ করে, পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজের বিষয়ে সিদ্ধান্ত নেবো। সবার মঙ্গল হোক। করোনার এই সময়টায় সবাই নিরাপদে থাকুন।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুন ১২, ২০২০
আরকেআর/জেআইএম