ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইতিহাসের এই দিনে

বিপ্লবী চে গুয়েভারার জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুন ১৪, ২০২০
বিপ্লবী চে গুয়েভারার জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ জুন ২০২০, শনিবার। ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯২৭ - ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯৮২- ফকল্যান্ডস যুদ্ধ শেষ হয়।
১৯৯৩ - তানসু সিলার তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০১৮- রাশিয়ায় ফিফা বিশ্বকাপ-২০১৮ শুরু।

জন্ম
১৭৩৬- ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব।
১৯১৭- বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক বিনয় ঘোষ।

১৯২৮- আর্জেন্টাইন বিপ্লবী, মার্কসবাদী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব চে গুয়েভারা।

তরুণ বয়সে ডাক্তারি ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেন। এসময় তার মধ্যে মার্কসবাদী বিপ্লবের ধারণা রেখাপাত করে। টাইম পত্রিকার বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় তার নাম প্রকাশিত হয়। এছাড়া ‘গেরিলেরো হেরোইকো’ নামে আলবের্তো কোর্দার তোলা চে-র বিখ্যাত ফটোগ্রাফটি ‘বিশ্বের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ফটোগ্রাফ’ হিসেবে ঘোষিত।

১৯৪৭- বাংলাদেশি লেখিকা সেলিনা হোসেন।
১৯৬৯- জার্মান টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ।
১৯৩২- কবি হাসান হাফিজুর রহমান।

মৃত্যু
১৫৫৮- সুলতান গিয়াসউদ্দিন বলবন।
১৯২৭- ইংরেজ লেখক জেরোম কে জেরোম।
১৯৪৬- টেলিভিশনের আবিষ্কারক জন বেয়ার্ড।
১৯৮৬- লাতিন আমেরিকার বিখ্যাত লেখক খুর্খা লুইস বুরখাস।
২০১৫- প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।