ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত প্রতীকি ছবি

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। 

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কদমতলা এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম চট্রগ্রাম জেলার মিরশরাইল উপজেলার মিসরাই গ্রামের মৃত মখলেসুর রহমানের ছেলে।

 

বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থেকে চট্রোগ্রামগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঢ ১৬-০৬৩৫) গড়মাটি কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে (ঢাকা মেটো ট ২২-৪৫৪৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মাইক্রোচালক শরিফুল নিহত হন।

তিনি আরও জানান, মাইক্রোবাসটি ঈশ্বরদীতে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল।  

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।