ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের মাছঘাটে শারীরিক দূরত্ব না মেনে বেচাকেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ১৫, ২০২০
না’গঞ্জের মাছঘাটে শারীরিক দূরত্ব না মেনে বেচাকেনা ক্রেতা-বিক্রেতারা মানছে না নিরাপদ শারীরিক দূরত্ব। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের তিন নম্বর মাছঘাট এলাকায় নিয়মিতভাবে সকালে চলছে বেচাকেনা। তবে এতে দোকানি কিংবা ক্রেতাদের মধ্যে নেই নিরাপদ শারীরিক দূরত্ব মানার প্রবণতা।

সোমবার (১৫ জুন) সকালে সরেজমিনে মাছঘাট এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এ বাজারটি প্রতিদিন সকালে বসতে এবং এখানে প্রতিদিন ঘণ্টায় কয়েক লাখ টাকার মাছ বেচাকেনা হয়।

এ বাজারে শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, বাসা-বাড়ির ক্রেতারা এসে মাছ কিনেন। তাজা মাছ পাওয়া যায় বলে এ বাজারের ভালো সুনাম রয়েছে। শুধু শহর নয় বিভিন্ন উপজেলাগুলো থেকেও ক্রেতারা এসে এখান থেকে মাছ কিনেন। তবে বর্তমান করোনাকালীন বেশকিছুদিন এখানে নিরাপদ  শারীরিক দূরত্ব মেনে বেচাকেনা করার জন্য প্রশাসনের দিক নির্দেশনা রয়েছে। যদিও তা মানার প্রবণতা এখানে ক্রেতা-বিক্রেতা কারো মাঝেই নেই।

শহরের চাষাঢ়ার বাসিন্দা আজগর আলী জানান, সকালে এখান থেকে তাজা মাছ পাওয়া যায় বলে এখান থেকেই কেনাকাটা করি। মাস্ক পড়ে এসেছি আর দোকানগুলো পাশাপাশি হওয়ায় তেমনভাবে নিরাপদ শারীরিক দূরত্ব মানা সম্ভব হয় না।

মাছ ব্যবসায়ী করিম মিয়া জানান, দোকান তো অনেক জায়গা তো কম তাই একটি পাশাপাশি দোকান বসিয়েই বেচাবিক্রি করতে হয়। তবে আমরা নিরাপদ শারীরিক দূরত্ব মানার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।