ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২ সড়কে দুই মরদেহ। ছবি: বাংলানিউজ

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই আরোহী হলেন, লুৎফুল হক (৪৮) ও জহিরউদ্দিন (৩৪)।

নিহতদের মধ্যে লুৎফুল হক মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন এবং জহিরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। জহির বন্ধু চুলা ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।

কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে মহাসড়কের চরারকুল এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনায়কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।