শ্রীমঙ্গল উপজেলা শহরের ভানুগাছ রোডের রোজকার দৃশ্য এটি। শহরবাসী যখন ঘুমে মগ্ন তখন মহাপরিশ্রমী এ মানুষরা তাদের জমির উৎপাদিত ফসল বিক্রির জন্য শ্রীমঙ্গলের বাজারে নিয়ে আসেন।
সাধারণত এসব ফল উৎপাদিত হয় মহাজিরাবাদে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে। সেখান থেকে ঠেলাগাড়িভর্তি করে মৌসুমী ফল আনেন বিক্রেতারা। আনারস, লেবু, কাঁঠাল, কলাসহ নানা ফলে পূর্ণ থাকে তাদের ঠেলাগাড়ি।
মঙ্গলবার (১৬ মে) সকালে গিয়ে দেখা যায়, ঠেলাগাড়িতে আনাসর-লেবু-কাঁঠালভর্তি করে বিক্রেতারা দ্রুত বেগে ছুটছেন। তাদের এ গতিময়তা পর্যটন শহর এবং চায়ের রাজধানী শ্রীমঙ্গলের এক বাড়তি সৌন্দর্য। এসব দেখে বিদেশি পর্যটকরাও অবাক বনে যান।
১৪ বছর ধরে শ্রীমঙ্গলসহ দেশব্যাপী ইকোট্যুরিজম নিয়ে কাজ করছেন রাসেল আলম।
এ প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমাদের বাংলাদেশে এসে পর্যটকরা এ দৃশ্যগুলো দেখে আশ্চর্য হয়ে যান। এমনও আনাসর-লেবু ঠেলাওয়ালা আছেন যারা প্রতিদিন ভোর ৩টা-৪টা থেকে কমপক্ষে ১০-১২ কিলোমিটারের ওয়ানওয়ে পথ পাড়ি দিয়ে তাদের কৃষিপণ্য শ্রীমঙ্গলের বাজারে বেচতে আসেন। আমরা যখন বিদেশি পর্যটকদের কাছে এ বিষয়গুলো তুলে ধরি, তখন তারা খুব অবাক হন। ’
পর্যটকদের কাছে ঠেলাচালকদের কঠোর পরিশ্রমের এ দৃশ্যগুলো বিশেষ করে আলোকচিত্র হিসেবে বেশ জনপ্রিয়। বাংলাদেশের মধ্যে সকালের বাজারের এ দৃশ্যগুলোই ‘বেস্ট’ বলে মন্তব্য করেন ট্যুরগাইড রাসেল।
সকালের পথ থেকে ফেরানো যায় না দৃষ্টি। ভীষণ পরিশ্রমে একেকজন ঠেলাচালকের শরীর ঘেমে একাকার। কতদিন ধরে এ পেশায় আছেন, এমন প্রশ্নের জবাবে এক ঠেলাচালক-ফলবিক্রেতা জানান, প্রায় ২০ বছর ধরে এ কাজ করছেন তিনি। তার নাম ইসমাইল মিয়া। এ সুদীর্ঘ সময় ধরে মহাজিরাবাদ এলাকা থেকে প্রায় প্রতিদিন সকালে শ্রীমঙ্গলের বাজারে আনারস-লেবু-কাঠাল ঠেলাগাড়িতে করে বেচতে নিয়ে আসেন তিনি।
এ সম্পর্কে ইসমাইল বাংলানিউজকে বলেন, ‘প্রতিদিন এখানে প্রায় ৩/৪শ’ মানুষ ঠেলাগাড়িতে করে যাতায়াত করে। তারা ১০-১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজেদের মৌসুমী ফল শ্রীমঙ্গলের বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। কেউ কেউ মহাজিরাবাদ থেকে ভোর ৩টা-৪টার দিকেও রওয়ানা দেন। ’
একেকটি ঠেলার ফলের মানের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ হয়। এক হাজার থেকে তিন/সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় পুরো ঠেলাগাড়ির ফল। প্রতিদিন সব খরচ বাদে প্রায় এক-দেড় হাজার টাকার লাভ থাকে বলে জানান এ বিক্রেতা।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
বিবিবি/এফএম